গতকাল মুম্বাইয়ের কাছে ১-০ গোলে হারার পরে ক্রমশ ধূসর হয়ে ইস্টবেঙ্গলের আইএস এলের প্লে অফে খেলার সম্ভাবনা ।গতকাল ডিফেন্স সমেত ছয়টি পরিবর্তন করেন তিনি হিজাজীর সঙ্গে খেলান গুরসিমরাত ,নিশুকুমার ,এডউইন এবং মন্দার রাও কে ।কার্ড সমস্যা তে খেলতে পারেন নি ক্লেইটন ,কিন্তু খেলার ১০ মিনিটে মুম্বাই বুঝিয়ে দেয় তারা কতটা ভালো ,প্রথম অর্ধেই ইকের গোল করেন নোগুয়েরার সেন্টার থেকে যা শোদ করতে পারেননি তারা ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...