খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১১ টি দল নিয়ে গোয়াতে অনুষ্ঠিত হচ্ছে অষ্টম আইএসএল চ্যাম্পিয়নশিপ ।টেবিলের সব থেকে উঁচুতে আছে মুম্বাই ১২ পয়েন্ট নিয়ে তার পরে দ্বিতীয় স্থানে আছে ওড়িশা ৯ পয়েন্ট নিয়ে ,তৃতীয় স্থানে জামশেদপুর ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে হায়দ্রাবাদ৭ পয়েন্ট য়ে পঞ্চম স্থানে চেন্নাই ৭ পয়েন্ট তিনটি ম্যাচে ,এটিকে ৪ টি ম্যাচে ৬ পয়েন্ট তারপরে আছে কেরালা ৪টি ম্যাচে ৫ পয়েন্ট তার পরে
আছে বেঙ্গালুরু ৫ টি ম্যাচ ৪ পয়েন্ট এর পরে আছে নর্থইস্ট ইউনাইটেড ৫ টি ম্যাচে ৪ পয়েন্ট তার পরে আছে গোয়া ৪ টি ম্যাচে ৩ পয়েন্ট ,সবশেষে আছে এসসি ইস্টবেঙ্গল ৫ টি ম্যাচে ২ পয়েন্ট ।