আইএস এলে ইস্টবেঙ্গল ক্লাবের আগে থাকবে না ইমামীর নাম

গতকাল শহীদ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ,ইস্টবেঙ্গলের ১০৩ তম প্রতিষ্ঠা দিবসে উৎসবের আবহাওয়ার মধ্যেই লগ্নি কারী সংস্থার ডিরেক্টর আদিত্যবর্ধন জানান ,আইএস এলে ইমামীর নাম ইস্টবেঙ্গলের আগে থাকবে না ।তার মানে দাঁড়ালো আইএস এলে ইস্টবেঙ্গল এফসি নামেই দল খেলবে ।তিনি বলেন দল আমরা ভালো করবোই ,জানা যাচ্ছে নাওরেম মহেশ সিংহ ও ভিপি সুহেরের ইস্টবেঙ্গলে খেলা চূড়ান্ত ।