আইএস এলে চেন্নাইয়িন এফসি কে আটকে দিলো ওড়িশা এফসি

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল  চেন্নাইয়ের  ঘরের মাঠে  আইএসএলের  লীগের খেলায়  দুইবারের আইএসএল  চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসি এগিয়ে থেকেও ম্যাচ ড্র  করে ফিরলেন ।বিরতি  অব্দি  ম্যাচ গোল শুন্য ছিল ,দ্বিতীয়  অর্ধের শুরুতেই  চেন্নাই  কে এগিয়ে দেন ভালস্কিস ,তিন মিনিট  পরে ওডিশার হয়ে সমতা  ফেরান  রিস্ক হেমানদেজ । তার পরে আবার  ওড়িশা  কে সমতায়  ফেরান স্প্যানিশ  স্ট্রাইকার আরিন্ডানো  শান্তনা ।