আইপিএলের প্রথম ম্যাচ দেখলো রেকর্ড সংখ্যক দর্শক

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:করোনার  জেরে আরব আমির শাহিতে দর্শক শুন্য স্টেডিয়ামে শুরু হয়েছে আইপিএল। বিসিসিআইয়ের সম্পাদক জয় শা  জানালেন যে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ  কাউন্সিলের রিপোর্ট  বলছে  চেন্নাই এবং মুম্বাইয়ের মধ্যে আইপিএলের উদ্বোধনী ম্যাচে টিভি এবং অনলাইন  প্লাটফর্ম  মিলিয়ে  ২০ কোটি মানুষ  এই হাই ভোল্টেজ  ম্যাচ দেখেছেন ।রেকর্ড  বলছে  বিশ্বের কোনো লীগ বা উদ্বোধনী ম্যাচে এত  মানুষ আজ  পর্যন্ত খেলা দেখেনি । ভিউয়ারশিপে  আইপিএল  হার মানিয়েছে বিশ্বকাপ ফুটবল কে ।