খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল দ্বাদশতম আইপিলে মুম্বাই ইন্ডিয়ান্স য়ের বিরুদ্ধে জয়ী হলো রাজস্থান রয়্যালস । প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স ওয়ানখেদের মাঠে তোলে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান । উল্লেখযোগ্য রান কারীরা হলেন রোহিত শর্মা ৪৭, ডি কক ৮১। রাজস্থানের হয়ে জোফ্রে আর্চার ৩ উইকেট নেন । জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ১৯.৩ ওভারে ৬ উইকেটে করেন ১৮৮ রান । ম্যান অফ দি ম্যাচ হন বাটলার তিনিঁ করেন ৮৯ রান ।