গতকাল আইপি এলের লীগ ম্যাচে ৫৪ রানে জয়ী হলো পাঞ্জাব কিংস । ৩২ বলে ৬০ রান করে ম্যাচের সেরা
হন পাঞ্জাবের ব্যাটসম্যান লিভিংস্টোন ,প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস নির্দিষ্ট ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৮০ রান । ভালো রান করেনধবন ও জিতেশ করেন ১৭ বলে ২৬ রান ।জবাবে চেন্নাই সুপার কিংস ১৮ ওভারে ১২৬ রানে সকলে আউট হয়ে যান ,রাহুল চাহার তিনটি উইকেট লিভিং স্টোন ২ উইকেট এবং বৈভব অরোরা দুটি উইকেট নেন ।