খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভোপাল পুলিশের তৎপরতায় আইপিএল কে ঘিরে প্রায় ৫০০ কোটি টাকার বেটিং চক্রের জাল উন্মোচিত হলো । ধরা পড়লো গড়া পেটায় অভিযুক্ত তিন যুবক ,ভোপাল পুলিশ তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে । দিন ১৫ আগে ভোপাল পুলিশ গোয়েন্দা সূত্রে খবর পেয়েছিলো যে আইপিল কে ঘিরে এক বড় সরো বেটিং চক্র শুরু হয়েছে ।ধৃত তিন অভিযুক্তের নাম নরেশ হেমনানি যশপাল সিংহ এবং ভারত সোনি । উদ্ধার হয়েছে ১ কোটি টাকা কয়েকটি ল্যাপটপ ও মোবাইল ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...