খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :১৩ তম আইপি এল এইবার ভারতের বাইরে আবুধাবি ,দুবাই এবং শারজাহ তে অবস্থিত ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে পুরো করোনা সতর্ক বিধি মেনে । খেলোয়াড় কোচ সহায়ক কোচ ,ফিজিও ও ক্লাব কর্মকর্তাদের স্যানিটাইজার টানেলের মধ্যে দিয়ে মাঠে প্রবেশ করতে হবে ।খেলা শুরু হচ্ছে হচ্ছে ১৯ সে সেপ্টেম্বর ২০২০,এবং উদ্বোধনী ম্যাচ খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপারকিংস । ফাইনাল নিয়ে মোট ৬০ খানি ম্যাচ হবে ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...