আইলিগে মোহনবাগান হারালো মিনার্ভা পাঞ্জাব কে

নিউস  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  আজ  কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে  আইলিগে টিকে থাকার দৌড়  বোঝায়  রাখতে গিয়ে মোহনবাগান হারালো  মিনার্ভা পাঞ্জাব কে ২-০ গোলে , নতুন কোচ খালিদ  জামিলের  এটা  ছিল  মোহনবাগানের হয়ে প্রথম ম্যাচ ,খেলার ৩০ মিনিটের মাথায় মিডিও  আল  হুশিয়ানি  পেনাল্টি থেকে গোল  করে মোহন বাগান  কে ১-০ গোল য়ে  এগিয়ে দেন আর ৬৯ মিনিটের মাথায় মোহনবাগানের হয়ে দ্বিতীয় গোল  টি করেন দিপান্ডা  ডিকা ।