খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আই লীগের সূচি ঘোষণা করলো । আই লীগের উদ্বোধনী ম্যাচ হবে ৩০ সে নভেম্বর । মুখোমুখি হবে আইজল এফসি ও মোহনবাগান । আইজলের রাজীব গান্ধী স্টেডিয়ামে দুপুর ২ টার সময় এই খেলা শুরু হবে । আইলিগে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি হবে আগামী ২২ সে ডিসেম্বর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ।