গতকাল প্রকাশিত হলো আইসিসির একদিনের ক্রিকেটের বিশ্বরাঙ্কিং য়ের ক্রোম তালিকা ।বোলিং বিভাগে ১
নম্বরে রয়েছে মোহাম্মদ শিরাজ অস্ট্রেলিয়ার যশ হেজেলউডের সঙ্গে এক নম্বরে ।ব্যাটিং তালিকা তে রয়েছে ২ নম্বরে শুভমান গিল ,এক নম্বরে বাবার আজম ,নয় নম্বরে আছে বিরাট কোহলি অল রাউন্ডার তালিকা তে সাত নম্বরে আছেন হার্দিক পান্ডিয়া ।