খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আইসিসি এই বার থেকে ও ফিল্ড আম্পায়ার দের উপর থেকে চাপ সরিয়ে নিতে উদ্যোগী হয়েছেন । ফ্রন্টফুটের নো বল নির্ধারণের দায়িত্ব এখন থেকে মাঠের আম্পায়ার দের কাছ থেকে সরিয়ে টিভির আম্পায়ার দের কাছে সরিয়ে নেয়ার চিন্তা ভাবনা করছে আইসিসি । নো বল চিরকাল ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ,বিশেষ করে ফ্রি হিটের নিয়ম আসার পর থেকে নো বল গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ।