খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: গতকাল মুম্বাই সিটি এফ সির কাছে ০-১ গোলে হেরেও ফাইনালে চলে গেল গোয়া সিটি এফ সি । খেলার ছয় মিনিটের মাথায় গোল করে মুম্বাইয়ের হয়ে রাফায়েল বান্তেসি । দুই লেগ মিলিয়ে সার্বিক ভাবে ৫-২ গোলে জিতে যায় গোয়া সিটি এফ সি । এবার আই এস এল ২০১৯ ফাইনাল হবে গোয়ার সঙ্গে বেঙ্গালুরুর ।
আই এস এলার ফাইনালে বেঙ্গালুরু ও গোয়া
On: Wednesday, March 13, 2019 6:16 PM





