আই এস এলে ড্র করলো নর্থ ইস্ট ইউনাইটেড

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : গতকাল  গৌহাটিতে  ঘরের মাঠে  পঞ্চম আইএসএলে  কোচ  এলকো সাত্তোরির  দল  নর্থ ইস্ট  ইউনাইটেড  গোয়া  এফসির  সাথে ২-২ গোলে  ড্র  করে মাথা  উঁচু করে মাঠ  ছাড়লো । ফেরাম  কোরামিনাসের  করা জোড়া  গোলে  ম্যাচ  জিততে  পারলো না গোয়া  এফসি । প্রথমে  গোল  করে  নর্থ ইস্ট ইউনাইটেড তার  পরে  গোয়ার হয়ে গোল  শোধ করেন ফেরাম  কোরামিনাস  ৮ মিনিটের মাথায় সমতা ফেরানোর পরে  ৩৬ মিনিটের মাথায় আবার গোল  করে  গোয়া  কে এগিয়ে দেন কোরামিনাস  ,বিরতির  পর নর্থ ঈস্টের  হয়ে গোল  শোধ করেন  ওগো বাঁচে ।