আই এস এলে হাবাস কে আবার দেখা যাবে তবে কেরল ব্লাস্টার্সের হয়ে

ফুটবল সূত্রের খবর সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী আই এস এল মরশুমে কোচ আন্তোনিও লোপেজ হাবাস কে কোচ হিসাবে দেখা যাবে তবে মোহনবাগান নয় কেরল ব্লাস্টার্স য়ের হয়ে ।এই বছর আই লীগের দল ইন্টার কাশি তে যোগ দেন হাবাস ।১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট অর্জন করে তারা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ।কেরালার কর্তারা নিঃশব্দে তার সঙ্গে যোগাযোগ করে চুক্তির প্রস্তাব দিয়েছেন ।