আই এস এল এ বেঙ্গালুরু এফ সির লীগ টেবিলে ওঠার সুযোগ

খবর ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক  :আজ  পুনের  বালেওয়ারি   স্টেডিয়ামে  আই  এস  এল  লীগে   সন্ধ্যা  সাড়ে  সাতটায়   মুখোমুখি  হবে  বেঙ্গালুরু   এফ সি  ও  ওড়িশা  এফ সি। আজ  দুই  স্পেনীয়  কোচ কার্লোস  কুদ্রত   বনাম  জোসেফ  গাম্বোর  পরস্পর  এর  নিজেদের  সেরা  হওয়ায়  লড়াই । একদিকে  ড্র  য়ের   ফাঁস  থেকে  বেরোতে   মরিয়া  ওড়িশা,  অন্যদিকে  ছয়  ম্যাচ  এ  অপরাজিত  থাকার  পর  জিততে  মরিয়া  বেঙ্গালুরু  এফ সি।