আই এস এল এ মুখোমুখি হবে কেরল ও মুম্বাই

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: আজ  আই  এস  এল  এ  লীগের  খেলায়  মুখোমুখি  হবে  মুম্বাই  এফসি  ও  কেরল  ব্লাস্টার্স  এফসি ।  আজ  মুম্বাই  ঘরের  মাঠে  কেরল   কে  হারাতে  মরিয়া। রণবীর  কাপুরের  দল  ৬  ম্যাচ   ৬ পয়েন্টে  নিয়ে  লীগ  টেবিলে  সপ্তম  স্থানে। সম সংখ্যক  ম্যাচ   খেলে  ৫  পয়েন্ট  পেয়ে  কেরল আছে  অষ্টম  স্থানে।  প্রথম  সাক্ষাৎকারে  কোচিতে কেরল  কে  তাদের  ঘরের  মাঠে  হারিয়েছিল  মুম্বাই। কেরল ব্লাস্টার্স  সেই  পরাজয়ের  প্রতিশোধ  তুলতে  চায়  আজ।