আই এস এল জয়ের লক্ষে মহামেডান কে পর্যদুস্ত করলো মোহনবাগান

গতকাল যুবভারতীতে আই এস এলে লীগের খেলা তে মহামেডান কে চূর্ণ করলো মোহনবাগান । শুভাশীষ বোস প্রথম গোল করেন ১২ মিনিটের মাথায় ।২০ মিনিটের মাথায় কামিংসের কর্নার থেকে হেডে গোল করেন মনবীর । প্রথম অর্ধ শেষ হবার ২ মিনিট আগে নিজের দ্বিতীয় এবং মোহনবাগানের তৃতীয় গোল টি করেন শুভাশিস । খেলার ৫৩ মিনিটে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন মানবীর । আগামী বুধবার পাঞ্জাব ম্যাচে ,খেলতে পারবেন না অপুইয়া এবং আলড্রেড ।