আই পিএলের বাকি ম্যাচ গুলি খুব সম্ভবত আমির শাহিতে সেপ্টেম্বরে হবে

পূর্ব ইঙ্গিত মতোই আইপিএলের বাকি ৩১ টি ম্যাচ খুব সম্ভবত আরব আমিরশাহিতে ২০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ।পাশাপাশি টি ২০ বিশ্বকাপ যা ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা তা করার লক্ষ্যেই আগামী ১০ অক্টোবরের মধ্যে আইপিএল শেষকরা হবে ।অবশেষে দেশে কোরোনার দ্বিতীয় ঢেউ প্রবল ভাবে থাকাতে ভারতীয় বোর্ড আইসিসির কাছে আরো কিছুটা বাড়তি সময় চাইতে পারেন যাতে ভারতেই বিশ্বকাপ হয় ।