গতকাল আইপিলের লীগের খেলাতে রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে ৬ উইকেটে করেন ১৫৮ রান ।সর্বোচ্ছ রান করেন বাটলার ৫২ বলে ৬৭। জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেটে ১৯.২ ওভারে তোলেন ১৬১ রান ।দুর্দান্ত ব্যাটিং করে দল কেজেতান সূর্য যাদব তিনি করেন ৫১ রান ৩৯ বলে তাকে সঙ্গত দেন তিলক ৩০ বলে ৩৫ রান ম্যান অফ দি ম্যাচ সূর্য যাদব ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...