খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ আইজলের ঘরের মাঠে আই লীগের প্রথম খেলায় স্প্যানিশ কোচের মেরুন ব্রিগেড পয়েন্ট নষ্ট করলো ম্যাচ ড্র করে ।মোহনবাগানের ৫ বিদেশির বিপক্ষে আইজলের কোচ স্ট্যানলি রোজারিও নামায় মাত্র ২ বিদেশী কে । চামরো এবং বেইতিয়রা ৯০ মিনিটেও আইজলের গোলেবল ঢোকাতে ব্যর্থ হয় । যে কোনো খেলার প্রথম ম্যাচটি কঠিন হয় বিশেষ করে পাহাড়ে গিয়ে খেলা । নতুন দল ট্রাউয়ের কোচ ডগলাস বলেন ভালো স্ট্রাইকার থাকলে আইজওয়াল জিতেও যেতে পারতো ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...