খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ আইজলের ঘরের মাঠে আই লীগের প্রথম খেলায় স্প্যানিশ কোচের মেরুন ব্রিগেড পয়েন্ট নষ্ট করলো ম্যাচ ড্র করে ।মোহনবাগানের ৫ বিদেশির বিপক্ষে আইজলের কোচ স্ট্যানলি রোজারিও নামায় মাত্র ২ বিদেশী কে । চামরো এবং বেইতিয়রা ৯০ মিনিটেও আইজলের গোলেবল ঢোকাতে ব্যর্থ হয় । যে কোনো খেলার প্রথম ম্যাচটি কঠিন হয় বিশেষ করে পাহাড়ে গিয়ে খেলা । নতুন দল ট্রাউয়ের কোচ ডগলাস বলেন ভালো স্ট্রাইকার থাকলে আইজওয়াল জিতেও যেতে পারতো ।
রাজ্য
নিয়োগ প্রক্রিয়া নিয়ে কড়া নগর উন্নয়ন ও পুর দফতর
রাজ্যের নিয়োগ দুর্নীতি আবহাওয়া বিতর্কের মধ্যে কলকাতা পুরসভা ,পুরনিগম ,নোটিফায়েড এরিয়া অথরিটি ,শিল্প নগর নিগম সহ স্থানীয় পুরপ্রশাসনের সব নিয়োগ "ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস...