আই লিগে মোহনবাগান আইজওয়াল খেলা গোল শুন্য

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : আজ আইজলের  ঘরের মাঠে  আই লীগের  প্রথম  খেলায়  স্প্যানিশ কোচের মেরুন ব্রিগেড  পয়েন্ট  নষ্ট করলো ম্যাচ ড্র করে ।মোহনবাগানের  ৫ বিদেশির  বিপক্ষে আইজলের  কোচ স্ট্যানলি  রোজারিও  নামায়  মাত্র ২ বিদেশী কে । চামরো  এবং বেইতিয়রা  ৯০ মিনিটেও  আইজলের  গোলেবল  ঢোকাতে  ব্যর্থ  হয় । যে কোনো খেলার  প্রথম  ম্যাচটি  কঠিন হয়  বিশেষ  করে পাহাড়ে  গিয়ে খেলা । নতুন দল  ট্রাউয়ের  কোচ ডগলাস  বলেন ভালো স্ট্রাইকার  থাকলে আইজওয়াল  জিতেও যেতে পারতো ।