আই সিসি বর্ষসেরা ২০২২ শালের টি ২০ দল গড়লো যার অধিনায়ক হলেন ইংল্যান্ডের জোশ বাটলার ।সেই দলে ভারত থেকে সুযোগ পেয়েছেন বিরাট কোহলি ,সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া ।পাকিস্তান থেকে রউফ ,ও মোহাম্মদ রিজওয়ান ,জিম্বাবোয়ে থেকে সুযোগ পেয়েছেন সিকান্দার রাজা ।আয়ারল্যান্ডের থেকে জোশ লিটল ,শ্রীলঙ্কা থেকে হাসারাঙ্গা ,নিউ জিল্যান্ডের থেকে গ্লেন
ফিলিপ্স ।