আগামীকাল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়তে চলেছে গোয়া এফসি

গোয়া পড়েছে এফসি চ্যাম্পিয়ন্স লীগের কঠিন গ্রুপে ,কাতারের বিরুদ্ধে তাদের খেলা ১৪ এবং ২৬ এপ্রিল , ইউ এ ইর বিরুদ্ধে ১৭ এবং ২৯ এপ্রিল এবং এই গ্রুপের সব থেকে শক্তিশালী দল পার্শিপলিশ এফসির বিরুদ্ধে গোয়া খেলবে ২০ এবং ২৩ এপ্রিল ।লীগ পর্যায়ে দ্বিতীয় স্থানে ও দ্বিতীয় পর্বে খেলার সুযোগ পাবে ।