আগামীকাল সাফ কাপ চ্যাম্পিয়ন হতে মরিয়া ফুটবল দল

সাফ কাপ চ্যাম্পিয়ন হতে মরিয়া ভারত কুয়েত কে হারিয়ে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ।কোচ স্টিম্যাচ গতকাল ভারতীয় দল কে রুদ্ধদ্বার অনুশীলন করালেন । গুরপ্রীতি বলেন বিগত ৬১ টি ম্যাচের মধ্যে আমি ২৪ টি ম্যাচে কোনো গোল খায়নি । তিনি বলেন জে কোনো মূল্যেই আমরা ভারত কে সাফ কাপ চ্যাম্পিয়ন করতে চাই ।