জানা যাচ্ছে আগামী ফুটবল মরশুমে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল কর্তারা ।সম্প্রতি লগ্নিকারী সংস্থার হাতেতারা যে তালিকা তুলে ধরেছেন তাতে দেখা যাচ্ছে স্পেনীয় কোচ আন্তোনিও হাবাসের নাম ,সঙ্গে রয়েছে সের্গিও লোবেরা ,ম্যানুয়েল মার্কুয়েজটমাস ব্রাদারিক ,ওয়ারেন জয়েস ও জোসে আন্তোনিও কামচোর নাম।তবে দৌড়ে এগিয়ে হাবাস ,চুক্তি পুনর্নবীকরণ করা হয়েছে ক্লেইটনের সাথে ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...