আগামী ১৮ মার্চ ২০২৩ আইএস এল ফাইনাল হবে গোয়ার মাঠে গতকাল এক বিবৃতি তে তা জানানো হয়েছে , মার্গাঁওয়ের জাওহারলাল স্টেডিয়ামে হবে ট্রফির লড়াই ।তিন তারিখ থেকে প্লে অফ পর্বের ম্যাচ শুরু হবে ,ইতিমধ্যে প্লে অফে চলে গেছে মুম্বাই ,হায়দ্রাবাদ ,এটিকে ,বেঙ্গালুরু এবং কেরল ব্লাস্টার্স ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...