আগামী ১৯ সে অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ

On: Saturday, October 18, 2025 1:11 PM

আগামী রবিবার থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের যৌথ সাংবাদিক সম্মেলনে অক্ষর বলেন অধিনায়ক গিলের জন্য ইটা আদর্শ সময় । রোহিত ও বিরাট ভাইয়ের সাহায্য গিল পাবে ইটা খুব ভালো খবর । তিনি আরো বলেন নেটে এবং ফিটনেসের দিক কে খুব তাজা দেখিয়েছে ।