আগামী ২২ সে মার্চ থেকে শুরু হচ্ছে আইপি এলের খেলা

গতকাল আইপি এল কমিটি তাদের প্রথম ২১ টি ম্যাচের ক্রীড়া সূচি ঘোষণা করলো ,আগামী ২২ সে মার্চ চেন্নাইয়ের মাঠে চেন্নাই ও বেঙ্গালুরুর খেলা দিয়েই আইপি এল শুরু আর ২৩ সে মার্চ ইডেনে কলকাতা ও হায়দ্রাবাদের খেলা ,প্রথম ম্যাচেই স্টার্ক বনাম কামিংসের যুদ্ধ দেখা যাবে ,গুজরাট টাইটানসের জন্য দুঃসংবাদ ,গোড়ালির চোটের জন্য খেলবেন না সামি ,যাবেন ইংল্যান্ডে অস্ত্রোপচারের জন্য ।