আগামী ২৭ সে জুলাই থেকে শুরু হবে কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ

গতকাল কলকাতার প্রিমিয়ার ডিভিশন লিগে খেলা দলগুলির সঙ্গে বৈঠকে বসে আইএফএ । সেইখানেই স্থিরহয় সব কিছু ঠিক ঠাক চললে আগামী ২৭ সে জুলাই থেকে প্রিমিয়ার ডিভিশনের খেলা শুরু হতে পারে । এই বারের প্রিমিয়ার লীগ হবে দুইটিফর্ম্যাটে।ইস্টবেঙ্গল ,মোহনবাগান ও মহামেডান কে ব্যাড দিয়ে ১১ টি দল প্রাথমিক পর্বে নিজেদের মধ্যে খেলবে এরপরে সুপার সিক্স পর্বে ইস্টবেঙ্গল,মোহনবাগান ও মোহামেডানের সাথে প্রাথমিক পর্বের প্রথম তিনটি দল খেলবে ।