আজকে আইপি এলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের মুখোমুখি হচ্ছেন বিদেশি পেসার বিহীন কেকেআর

টিম সাউদি ও প্যাট কামিন্সের মত তারকা পেসার দের মাঠের বাইরে রেখেই কেকে আর মুখোমুখি হচ্ছেন
সিএসকে উমেশ যাদব ও আন্দ্রে রাসেলের ভরসাতে । কেকে আর কোচ ম্যাককালাম বলেন ,সুনীল নারাইয়িন এবং বরুন চক্রবর্তীর ভরসাতে তারা দল গঠন করছেন ওপেনার হিসাবে ভেঙ্কটেশ আইয়্যারের সাথে অজিঙ্কা রাহানে কে দেখা যেতে পারে । কিপিং করতে পারে শেলডন জ্যাকসন ।