আজকে কেকেআর নামছে চেন্নাইয়ের মাঠে সানরাইসরাসের বিরুদ্ধে

২০১২ থেকে ২০১৫ সালে কোচ ট্রেভর বেলিসের নেতৃত্বে আইপিএল  জিতেছিল  কেকে  আর । কেকে  আরের  অধিনায়ক  এঔন  মর্গ্যান  বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের অধিনায়ক নেতৃত্ব  দেবেন কেকেআর কে ।আজকে চেন্নাইয়ের মাঠিতে মহারণে মুখোমুখি  হবেন বিশ্বজয়ী কোচ ও অধিনায়ক ।জানা যাচ্ছে দুই বছর আগে তার কেকে  আর  কোচ  হয়ে আসা নিশ্চিত ছিল এবং শেষ মুহূর্তে  বানচাল আর তিনি হায়দ্রাবাদে যান ।