খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ রবিবার পুনের মাঠে খেলতে নামার আগে ওড়িশার কোচ এটিকের আক্রমণ ভাগের খেলোয়াড় ডেভিড উইলিয়ামস ও রয় কৃষ্ণের পারফরমেন্স কে খুব সমীহ করছে । কারণ এই জুটি ৪ ম্যাচে ইতিমধ্যেই ৬ গোল করে ফেলেছে । ১৩ দিন পরে মাঠে নামছেন হাবাসের দল এটিকে ।হাবাস ভাবছেন মাঝখানের এই বিরতি টানা ম্যাচ জয়ের ধারা কে আটকে দেবে কিনা । তবে তিনি বলেন আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...