আজ আইএস এলে ভাগ্যপরীক্ষা ইস্টবেঙ্গল ও মোহনবাগানের

ভারতীয় সময় বিকাল ৫ টা নাগাদ গুয়াহাটির মাটিতে ইস্টবেঙ্গল খেলবে নর্থঈস্টের বিরুদ্ধে ।ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন কোস্টা রিকার তারকা ফেলিসিও ।প্লে অফে যাওয়ার জন্য জিততে মরিয়া ইস্টবেঙ্গল ,অপরদিকে যুবভারতীতে মোহনবাগান খেলবে যুবভারতী আনোয়ার ,হামিল ,সাদিকু লিস্টন ও দীপক ট্যাংরি ছাড়াই ।