আজ আইএস এল জয়ের জন্য ঝাঁপাবে এটিকে মোহনবাগান

এই বারের আইএস এলে ২৩ টি ম্যাচে ৩০ টি গোল করেছে বেঙ্গালুরু এবং সমসংখ্যক ম্যাচ খেলে মোহনবাগান গোল করেছে ২৫ টি ।মোহন বাগানের হয়ে সর্বোচ্চ গোল দাতা পেট্রেটস(১০) এবং বৌমস (৫)।বেঙ্গালুরু পক্ষে জাভি গোল,করেছে (৭) এবং রয় কৃষ্ণ (৫) টি ।আই এস এলে এখন অব্দি ৬ বার  সাখ্যাত হয়েছে এই দলের মোহনবাগান জয় পেয়েছে ৪ টি তে ,বেঙ্গালুরু১ টি তে এবং একটি ড্র ।