আজ ইস্টবেঙ্গল কল্যাণীতে মুখোমুখি হচ্ছে গোকুলাম এফসির

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : আজ  কল্যাণী স্টেডিয়ামে আইলিগে ইস্টবেঙ্গল মুখোমুখি  হতে চলেছে গোকুলাম এফসি র । দুই স্পেনীয় কোচের  ই  মগজাস্ত্রের লড়াই হবে কল্যাণীর মাঠে । গোকুলামের দুই নির্ভর যোগ্য ফুটবলার মোহাম্মদ  ঈর্শাদ  এবং আমিরি  লাল  কার্ড দেখে মাঠের বাইরে । তাই  তাদের মূল  ভরসা  হেনরি কিসেকা  এবং মার্কোস  জোসেফের  উপরে । এদের দুইজন কে আটকাতে আলেসান্দ্রো ভরসা রাখছেন স্টপারে ক্রেসপি এবং মেহতাব সিংহের উপরে ।