আজ ইস্টবেঙ্গল ডার্বি জিততে মরিয়া

আজ কলিঙ্গ সুপার কাপে ভুবনেশ্বরের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডার্বি ম্যাচ ।ডার্বি ঘিরে দুই দল জয়ের ব্যাপারে উৎসাহী ,গতকাল সাংবাদিক সম্মেলন করে কুয়াদ্রাত বলেন ড্রয়ের জন্য মাঠে নামলে হারার সম্ভাবনাপ্রচুর ।জেতা ছাড়া আমাদের উপায় নেই ,অন্যদিকে ক্লিফোর্ড মিরান্ডা বলেন ছোট আঘাত নিয়ে আমরা জেতার জন্যই খেলবে ।