আজ ইস্টবেঙ্গল বনাম কেরালা

আই এস এলের প্রথম ম্যাচ থেকেই ইস্টবেঙ্গলের রক্ষণ খারাপ খেলছে। এখন অবধি ৫ ম্যাচে ১০ গোল খেয়ে গেছে। তারপর চোটের জন্য দলের বাইরে অধিনায়ক ড্যানি  ফক্স। তবে দলে ফিরে আসতে  পারেন লিংডো যিনি হায়দরাবাদ ম্যাচে লাল কার্ড দেখেছিলেন। গোলরক্ষক শঙ্কর রায়ের চোট সারেনি। জেজে ও বলবন্ত দুজনেই দলকে ডুবিয়েছেন।