আজ কলকাতা প্রিমিয়ার লীগ জয়ের উদ্দেশ্যে অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল

আজ নৈহাটী স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার লীগ ২০২৫ শালের খেলা টি ইস্টবেঙ্গল খেলবেন মেসরাস ক্লাবের বিরুদ্ধে । আজ দুপুর ৩ টা নাগাদ খেলা শুরু হবে নৈহাটী স্টেডিয়ামে ।কোচ বিনো জর্জয়ের ইস্টবেঙ্গল এইবার ও খেলবে ।গত বার ১২ টি ম্যাচের মধ্যে ১১ টি তে জিতেছিল ইস্টবেঙ্গল ।এই বার ইস্টবেঙ্গলে এসেছে সঞ্জয় ওঁরাও মনতোষ মাঝি ও বিক্রম প্রধান । কোচ বলেন আমরা প্রস্তুত বিশ্বাস ছেলেরা ভালো ফল করবে ।