আজ ডুরান্ড জয়ী নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব । কলকাতা বাসীরা তাকিয়ে আছে মহামেডানের সাফল্যের দিকে ।মহামেডানের কোচ জোর দেন মজবুত রক্ষণের উপরে । নর্থঈস্টের আক্রমণ ভাগ কেই ভয় পাচ্ছে মহামেডান ।তবে গতকাল কলকাতা লীগেরর প্রিমিয়ার ডিভিশনে কাস্টমসের কাছে পরাজিত হয় মহামেডান ২-১ গোলে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...