খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আজকে আবুধাবি তে আইপিএলের চতুর্থ খেলাতে মাঠে নামছে কে কে আর মুম্বাই ইন্ডিয়ানসের মুখ মুখী হওয়ার জন্য । নাইট শিবিরের খবর এই বার কে কে আরের ওপেনিং জুটিতে চমক থাকছে ।সুনীল নারাইনের সাথে ওপেন করতে পারেন শুভমান গিল ।এখন অব্দি আইপিএলের ইতিহাসে ২৫ বার মুখোমুখি হয়েছে এই দুই দল ১৯ বার জিতেছে মুম্বাই এবং ৬ বার কে কে আর ।নাইট শিবির কে মোকাবিলা করতে হবে বুমরার ইয়র্কার ও বোল্টের সুইয়িং ওপর দিকে রোহিত শর্মা ,দি ককের এবং পোলার্ডের আগ্রাসী ব্যাটিং ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...