আজ চাহালের উপর ভরসা রাখছেন রোহিত

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : আজ  নাগপুরে বাংলাদেশের  বিরুদ্ধে  টি ২০ সিরিজের  শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ।ভারতের লেগস্পিনার  চাহাল  মাঝখানে  ভারতীয় ক্রিকেট দল  থেকে ববাদ  পড়েছিলেন । কিন্তু  বাংলাদেশের  বিরুদ্ধে  টি ২০ সিরিজে  সুযোগ পেয়েই তিনি মনজয়  করেছেন  রোহিত শর্মা  সহ  ভারতীয় দর্শকদের , ম্যাচের আগে চাহাল সম্মন্ধে  বলতে  গিয়ে রোহিত  শর্মা  বলেন  মাঝের  ওভারগুলিতে  মূল্যবাদ বোলিং  করে দলের  প্রতি তার দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন চাহাল ।