গতকাল নিউ টাউনে ফুটবল উৎকর্ষ কেন্দ্রে ১৩৪ তম ডুরান্ড ফাইনাল জেতার লক্ষে ইস্টবেঙ্গল জোরদার প্রস্তুতি চালালো । অস্কার বার বার ফুটবলার দের বলেন ডার্বি জয় ভুলে গিয়ে ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে প্রস্তুতি চালান । দেখা গেলো রেগুলার প্র্যাক্টিসের পরে মাঠের ধরে চোট পেয়ে বেরিয়ে যাওয়া হামিদ কে অনেক্ষন অনুশীলন করালেন অস্কার । রুদ্ধদ্বার অনুশীলন হওয়ার আগে হামিদ কে মাঠে নামতে ব্যারন করেছিলেন ।