খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ইডেনের চিৎকার ,পরিবেশ ও চিয়ার লিডার না থাকলেও আছে শুধু ক্রিকেট। আজ কে কে আর আই পি এলে প্রথম মাঠে নামছে আবু ধাবিতে। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। জানা গেলো শুরুতে কে কে আর বোল্ট , বুমরাকে সামলাতে নামাচ্ছে শুভমান গিল ও নারাইনকে। আগেরবারের মত পরে না পাঠিয়ে এবারে শুভমানকে শুরুতে পাঠিয়ে তারা চমক দিতে চায়। তারা চার বিদেশী নিয়েই মাঠে নামছে -রাসেল ,মর্গ্যান , ক্যামিন্স ও নারাইন। দেখা যাক এখন মাঠে কি হয়।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...