খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মরা বাঁচার লড়াই আজ দু দলের কাছেই। পাঞ্জাব একটিমাত্র ম্যাচ জিতেছে সংগ্রহে ২ পয়েন্ট। হায়দ্রাবাদ একটু ভালো ২ টো ম্যাচ জিতে ৪ পয়েন্ট পেয়েছে। আজ যে হেরে যাবে সে প্লেঅফ থেকে অনেকটাই পিছিয়ে পড়বে। তবে পাঞ্জাব দলে আজ পরিবর্তন হতে পারে । গেইল মাঠের বাইরে রয়েছে অনেকদিন। ৫ টি ম্যাচের ১ টি তেও খেলেনি। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ম্যাক্সওয়েল খুব ভালো কিছু করতে পারছে না। একে বসিয়ে গেইলকে নামানো হতে পারে। দেখা যাক ম্যাচের ফল কি হয়।