আজ ইস্টবেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লীগের কোয়ার্টার ফাইনাল খেলবে তুর্কমেনিস্তানের এফসি আরকাদাগের সাথে । এর আগের ম্যাচে বেঙ্গালুরুর সাথে ১-১ ড্র করে ইস্টবেঙ্গলের হাত থেকে শেষ ছয়ে ওঠার আশা বেরিয়ে গিয়েছে ।রক্ষণে নেই চোটপ্রাপ্ত্য আনোয়ার ।এই আর্কদাগঃ ক্লাব ২০২৩ সালের এপ্রিলে পথ চলা শুরু করে তুর্কমিনিস্তানের ১ নম্বর লীগের সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন । এই দলে কোনো বিদেশী খেলোয়াড় নেই । খেলাটি সন্ধ্যা ৭ টা থেকে ।অর্কাদাঘের কোচ বলেন আবহাওয়া আমাদের কাছে কোনো বিষয় নয় ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...