বেলজিয়াম বর্তমানে ফিফার ক্রমপর্যায় তালিকায় ১ নম্বরে আছে। চলতি বছরে তারা একটা ম্যাচেও হারেনি। তাদের লুকাকু ভয়ঙ্কর গোল ক্ষুধার্ত। তিনি ৪ ম্যাচে ৩ গোল করেছেন।তার গতি ও দু পায়ের শট মারাত্মক। এখনো দেশের হয়ে ৯৭ ম্যাচে ৬৩ গোল করেছেন। তবে বেলজিয়াম দলে চোট আঘাত রয়েছে। এডেন আজ্যার ও ব্রুইন দলে অনিশ্চিত। তবে দু দলের মধ্যে যে মাঝমাঠের দখল নিতে পারবে সে জিতবে।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...