আজ বেলজিয়াম খেলবে ইতালির সঙ্গে

বেলজিয়াম বর্তমানে ফিফার ক্রমপর্যায় তালিকায় ১ নম্বরে আছে। চলতি বছরে তারা একটা ম্যাচেও হারেনি। তাদের লুকাকু ভয়ঙ্কর গোল ক্ষুধার্ত। তিনি ৪ ম্যাচে ৩ গোল করেছেন।তার গতি ও দু পায়ের শট মারাত্মক।  এখনো দেশের হয়ে ৯৭ ম্যাচে ৬৩ গোল করেছেন। তবে বেলজিয়াম দলে চোট আঘাত রয়েছে। এডেন আজ্যার ও ব্রুইন দলে অনিশ্চিত। তবে দু দলের মধ্যে যে মাঝমাঠের দখল নিতে পারবে সে জিতবে।