আজ ভারতীয় ফুটবলের অগ্নিপরীক্ষা

আজ ভারতীয় সমর্থক দের মনে আশা ভুবনেশ্বরের মাঠে লেবানন কে হারিয়ে কাপ জিততে পারবে কি ভারত ।ফিফা তালিকা তে ভারতের স্থান ১০১ এবং লেবানন ৯৯ তম স্থানে আছে । ইগোরের চিন্তা ভারতের গোল নষ্টের প্রবণতা ।তিনি বলেন যে কোনো মূল্যে গোল মিস রুখতে হবে ।ইতিহাস বলছে লেবাননের ফুটবলারদের শারীরিক উচ্চতার বিরুদ্ধে লড়াই ।১৯৭৭ সালে ভারত লেবানন কে হারিয়েছিল ।