আজ ভারত পাকিস্তান যুব ক্রিকেট ম্যাচ নিয়ে জোর জল্পনা

আজ এমারজিং টিম এশিয়া কাপ ২০২৩ সালের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তান এ টিমের সঙ্গে
খেলবে ভারতের এ টিম । পাকিস্তান দ্বিতীয় বার জয়ের বিষয়ে আশাবাদী । কলম্বোর মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হবে । আজ ভারতীয় সময় দুপুর ২ টা থেকে খেলা শুরু হবে । ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন যশ ধুলে ,ওপেনার সাই সুদর্শন ও অভিষেক শর্মা প্রমুখ ।পাকিস্তান দলের উইকেট কিপার ও ক্যাপ্টেন হলো মোহাম্মদ হ্যারিশ ।