ম্যানচেস্টার টেস্টর চতুর্থ দিনে ইংল্যান্ড তার প্রথম ইনিংস শেষ করে ১৫৭.১ ওভার ব্যাট করে ৬৬৯ রানে । তাদের হয়ে বেন স্টোকস করেন ১৪১ রান ,ভারতের হয়ে সর্বাধিক উইকেট নেন জাদেজা ১৪৩ রানে ৪ উইকেট । তার পরে ভারত বাঁচার জন্য লড়াই শুরু করে ।চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংস য়ে ভারত করে ২ উইকেটে ১৭৪ রান ।ক্রিজে আছেন রাহুল ৮৭ নট আউট এবং গিল ৭৮ নট আউট । এখন দেখার পঞ্চম দিনে ভারত কি পারবে ম্যাচ বাঁচাতে ।